মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীর বাড়িতে বিস্ফোরক নিক্ষেপ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫৪ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২১:৫২

পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবাদিক মেয়ে শিশু ঊর্মি (১০) হত্যা মামলার সাক্ষীর বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার রাতে মামলার সাক্ষী উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের সৈয়দ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে। সৈয়দ বেপারী সোমবার বিকালে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। সৈয়দ বেপারী উপজেলা উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত তাজেম বেপারির ছেলে।

এলাকাবাসী ও জিডি সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সৈয়দ বেপারির বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে। হঠাৎ বিকট শব্দে ওই বাড়ির লোকজন কেঁপে ওঠে ও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনও ছুটে আসে। এ সময় পোড়া বারুদের গন্ধে দম আটকে যাচ্ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার সাক্ষী সৈয়দ বেপারীর সন্দেহ প্রকাশ করে বলেন, ঊর্মি হত্যা মামলায় সাক্ষ্য দেয়ার জের ধরে মামলার একমাত্র আসামি ছগির আকন আমাকে এবং পরিবারের সদস্যদের খুন-জখম করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। ছগিরই এ ঘটনা ঘটিয়েছে।

আসামি ছগির আকন উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত. কুদ্দস আকনের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :