সৌরভের মতো সমর্থন করেননি ধোনি-কোহলি: যুবরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৬:২৯
অ- অ+

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং। সৌরভ-ধোনির মধ্যে সেরা কে? এই আলোচনায় বরাবরই স্ট্রেট ব্যাটে জবাব দিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবি। তবে করোনা আতঙ্কের মাঝেই এবার ওভার বাউন্ডারি হাঁকালেন যুবরাজ সিং। যুবি স্পষ্ট জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির থেকে যে সমর্থন পেয়েছেন, ধোনি-কোহলির থেকে তা কখনও তিনি পাননি।

এক সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেছেন, ‘আমি সৌরভের (গাঙ্গুলি) নেতৃত্বে খেলেছি। এবং অনেক সমর্থন পেয়েছি। এরপর দায়িত্ব নেন মাহি (এমএস ধোনি)। সৌরভ আর ধোনির মধ্যে কাকে পছন্দ এটা বলা বেশ কঠিন। তবে সৌরভের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর সেটা হয়তো ওর (সৌরভের) আমাকে সমর্থনের জন্যই। তবে আমি সেই পরিমাণ সমর্থন মাহি কিংবা বিরাটের (কোহলি) থেকে কখনও পাইনি।’

তবে মারণ ভাইরাস করোনার সংক্রমণ নিয়ে বেশ উদ্বিগ্ন যুবরাজ সিং। সারা বিশ্বে এত মানুষের মৃত্যুতে হৃদয় ভেঙেছে যুবির।

(ঢাকাটাইমস/১ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা