মুন্সীগঞ্জে ৬০০ কর্মহীন পরিবারে আ.লীগ নেতা কল্লোলের সহায়তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৮
অ- অ+

করোনাভাইরাসের কবলে দৈনন্দিন কাজ হারিয়ে জীবনযাপনে অনিশ্চয়তায় ও অসহায়ত্বে দিন যাপন করছে সমাজের নিম্ম আয়ের মানুষরা। মুন্সীগঞ্জে এসব কর্মহীন-অসহায় পরিবার খুঁজে খুঁজে তাদের ঘরে ঘরে ১ সপ্তাহের খাবারসামগ্রী পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন কল্লোল।

বুধবার দিনব্যাপী মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভাসহ পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী ও মহাকালি ইউনিয়নের ৬০০ রিকশাচালক, অসুস্থ পরিবারসহ খেঁটেখাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয় খাবারসামগ্রী।

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ’র ব্যানারে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, আলু, লবণ ও পিয়াজসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন জেলা সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাবেক ছাত্রনেতা ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল বলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই দায়িত্ব পালন করা দরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ মুন্সীগঞ্জ শ্রমিকলীগের আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম প্রমুখ।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা