সচেতনতাই দেশকে নিরাপদ রাখতে পারে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২১:২৫

জনগণের সচেতনতা ও দায়িত্ববোধই করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দিনাজপুর-২ আসনের এই সংসদ সদস্য নিজ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় শুক্রবার এই মন্তব্য করেন।

সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজব্যবস্থা পশ্চিমাদের মতো নয়। আমরা সামাজিক বন্ধনে বিশ্বাস করি। এ সময়ে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরে বসে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারি। আমাদের এ যুক্ত থাকার জন্য দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন।

খালিদ মাহমুদ বলেন, আমরা জানি সরকারি ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু মানুষ সংকটের মুখে পড়েছেন। দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যারা শারীরিক ভাবে অক্ষম- এ ধরনের মানুষগুলো সংকটের মধ্যে আছে। এ সংকটে সরকার আপনাদের পাশে আছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এ ধরনের মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মতো বিরল-বোচাগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এ সহযোগিতা পৌঁছে দিচ্ছে। যতদিন করোনা সংকট থেকে মুক্ত না হবো ততদিন পর্যন্ত আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে খালিদ বলেন, আমরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। কারণ, আমাদের পূর্বপুরুষরা যে ইতিহাস রচনা করেছেন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা- বোনের আত্মত্যাগের বিনিময়ে, যে আমাদের অর্জিত বিজয়। যে বিজয় আমাদের অহংকারের জাতিতে পরিণত করেছে, সে অহংকারকে বুকে ধারণ করে আমরা দায়িত্ববোধের পরিচয় দেব। সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে নিরাপদ রাখব।

খালিদ বলেন, আপনারা অসচেতন ও দায়িত্বহীন আচরণ করলে আমাদের এ মানবিক বাংলাদেশ করোনার অন্ধকারে নিমজ্জিত হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ সংকট মোকাবিলায় সফল হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন খালিদ মাহমুদ।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ 

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :