ওয়ার্নারকে অপছন্দ কামিন্সের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২০:০৩
অ- অ+

যদি করোনায় আক্রান্ত হিসেবে কোয়রান্টাইনে যেতে হয়, তবে পার্টনার হিসেবে কাকে পছন্দ, তা জানিয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার সেরা পেসার ও টেস্টের সহ-অধিনায়ক একইসঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন যে, কাকে সঙ্গী হিসেবে একেবারেই চান না তিনি।

কামিন্সের সেই অপছন্দের সঙ্গীর নাম ডেভিড ওয়ার্নার। ফক্স স্পোর্টসে মজার সুরে কামিন্স বলেছেন, ‘কোয়রান্টাইনে গেলে হয়তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ওঁর এনার্জি অফুরন্ত। ও ঘুমায় বলেই আমার মনে হয় না। ও হল এনার্জিতে ঠাসা একটা বল। নন-স্টপ।’

এই কারণেই তিনি চাইছেন না ওয়ার্নারকে। তাহলে কাকে চাইছেন তিনি? কামিন্স বলেছেন, ‘জস হ্যাজেলউড হল খুব ঠান্ডা একজন চরিত্র। ওকে একটা বিয়ার দাও, সাদামাটা খাওয়ার দাও, তাতেই খুশি হবে। তাই সঙ্গী হিসেবে চাইব ওকেই।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কামিন্সের। নিলামে তাঁকে বিপুল টাকায় নিয়েছিল শাহরুখ খানের দল। কিন্তু আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। কামিন্স অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত তো বাতিল হয়নি আইপিএল। দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি, যেন আইপিএল হয়।’

(ঢাকাটাইমস/৬ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা