আইসোলেশন থাকা সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আর নেই
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২১:১৬| আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:৪২

চমেক হাসপাতালের আইসোলেশনে চিকিৱসাধীন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলীম উল্লাহ আর নেই। সোমবার বিকাল সাড়ে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সীতাকুণ্ড সাংসদ দিদারুল আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মামুনসহ আরও অনেকে। এছাড়া সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন।
ঢাকাটা্মিস/০৬এপ্রিল/পিএল

মন্তব্য করুন