টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৩:৩৩
অ- অ+

করোনাভাইরাসের কারনে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি আইপিএল। গেল ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিলো আইপিএলের। আর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ। করোনাইভাইরাসের কারনে বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। কিন্তু বিশ্বকাপ যদি ঐ সময় না হয়, তবে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সূচি রয়েছে। প্রথম রাউন্ড পেরিয়ে মূল প্রতিযোগিতায় খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। গ্রুপের সেরা হলেই পরের রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৭ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা