করোনা ফান্ডে একদিনের বেতন দিচ্ছেন শিক্ষক-কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৮:৫৬
অ- অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতনের অর্থ জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসাবে সমপরিমাণ অর্থ জমা দিতে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার মাউশির পরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধ ও এ থেকে সৃষ্ট রোগের বিশেষায়িত চিকিৎসা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বৈশ্বিক মহামারির ফলে চ্যালেঞ্জের মুখে পড়া আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার ইতোমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এ সংকটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন। শিক্ষা পরিবারের অনেকে দেশের এ সংকটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিতে সম্মতি প্রকাশ করেছেন।

এ পরিপ্রেক্ষিতে মাউশির অধীনে সকল অফিস/শিক্ষাপ্রতিষ্ঠান (সরকারি-বেসরকারি) প্রধানকে তার অফিস/প্রতিষ্ঠানে কর্মরত আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ নির্ধারিত ব্যাংক হিসেবে জমা বলা হয়েছে। অর্থ প্রদানকারীদের তালিকা ও অর্থ জমা দেয়ার রসিদ সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের মেইলে প্রেরণ করতেও অনুরোধ করা হয়েছে।

অর্থ পাঠানোর সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ প্রদান করতে অনুরোধ করেছে মাউশি।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা