দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ধোনি: ভাজ্জি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ১৩:৪৭| আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৪:৫০
অ- অ+

ধোনিকে আর হয়তো দেশের হয়ে খেলতে দেখা যাবে না। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি একই সঙ্গে জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপেই নীল জার্সি পরে ধোনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

গত কয়েক মাস ধরে মাহির অবসর নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেই বলছেন, আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় তার পক্ষে জাতীয় দলে ফেরা কঠিন হয়ে গেল। অনেকের মনে প্রশ্ন রয়েছে, বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে ছাড়াই কি খেলবে ভারত?

এই প্রসঙ্গে হরভজন বলেছেন, ‘ধোনি আর ভারতের হয়ে খেলতে চায় বলে মনে হয় না। মার্চের শুরুতে আমি চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে ছিলাম। ধোনি সেই সময় আমার সঙ্গে প্র্যাকটিস করেছিল। তখনও সবার মনে একটাই প্রশ্ন ছিল, মাহি কি ফের দেশের হয়ে খেলবে? বিশ্বকাপে ব্যাট হাতে নামবে? আমার একটাই জবাব ছিল, বলতে পারব না। উত্তরটা মাহি দিতে পারবে।’

তবে দেশের হয়ে না খেললেও ধোনি কিন্তু আরও কয়েক বছর আইপিএলের মঞ্চ মাতাবেন বলে মত ভাজ্জির। তার কথায়, ‘আসলে ও অনেকদিন দেশের হয়ে খেলেছে। আর মনে হয় না নীল জার্সি গায়ে চাপাবে। তবে আইপিএলে যে ওকে আরও কয়েক বছর খেলতে দেখা যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’

এদিন ইনস্টাগ্রামে লাইভ সেশনে হরভজন সিংয়ের সঙ্গে ভারতীয় ক্রিকেট নিয়ে মত বিনিময় করেন রোহিত শর্মা। তখনই এক ক্রিকেট প্রেমী রোহিতের কাছে জানতে চান, ধোনি কি সত্যিই অবসর নেবেন? সোজাসাপটা উত্তর দেন হিটম্যান। বলেন, ‘আমি কি করে জানব। ওকে জিজ্ঞাসা করুন।’ মুচকি হেসে রোহিত আরো বলেন, ‘মাহি ভাই রাঁচিতে থাকে। ওখানে চলে যান। ওর ভবিষ্যৎ নিয়ে যা যা জানার আছে জিজ্ঞাসা করুন। তবে লকডাউন উঠলে তবেই যাবেন। আর গিয়ে জিজ্ঞেস করবেন, আপনি কি করতে চাইছেন? আর খেলবেন কি খেলবেন না?’

(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা