পেলের রুচি পরিবর্তন, সেরা মানছেন মেসিকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ১১:১৭
অ- অ+

কে সেরা? নিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই প্রশ্নে ফুটবল দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে পড়ে। এই দুজনকে নিয়ে সাবেক তারকা ফুটবলারদেরও তর্কে জড়াতে দেখা যায়। তেমনি সময়ের সেরা ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেছে নিয়েছিলেন ব্রাজিলের ফুটবল জাদকুর পেলে।

মজার ব্যাপার হচ্ছে, এক মাসের মধ্যেই পাল্টে গেছে তার পছন্দ। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার বলছেন, রোনালদো নয়; সময়ের সেরা ফুটবলার মেসি।

শুধু মেসিকে সেরা মানাই নয়, আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলার সুযোগ থাকলে না ভেবেই সেটা লুফে নিতেন পেলে। গাজেত্তা দেল পোর্তোকে এমনই জানিয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।

চিরপ্রতদ্বিন্দ্বী আর্জেন্টিনার ফুটবল বিস্ময় মেসির ভূয়সী প্রশংসা করে পেলে বলেছেন, ‘আমার মনে হয় মেসি সেরা। সে দক্ষ খেলোয়াড়, গোলে অবদান রাখে, পাস দেয়, গোল করে, ভালো ড্রিবল করে।’

মেসি এবং পেলে এক দলে খেললে প্রতিপক্ষের অবস্থা কেমন হতো, সেটাও জানিয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। তিনি বলেন, ‘আমরা এক দলে খেললে প্রতিপক্ষ দলকে দুজন খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়। বর্তমানে মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

যদিও মাস খানেক আগে সেরার প্রশ্নে রোনালদোকে বেছে নেন পেলে। ১২৮১ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী পেলে বলেছিলেন, ‘বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আমার মনে হয় সে-ই সেরা। সে অনেক বেশি ধারাবাহিক। তবে অবশ্যই আপনি মেসিকে ভুলে যেতে পারেন না। কিন্তু সে স্ট্রাইকার নয়।’

নেইমারকে তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন পেলে। তিনি বলেছেন, ‘বর্তমানে অনেকের মধ্যে আপনি দুই-তিন জন সেরা খেলোয়াড় বাছাই করতে পারবেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আমি নেইমারের কথা বলব। যদিও ব্রাজিলে নেইমার এখনও দুর্দান্ত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি।’

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা