ভূঞাপুরে নতুন করে একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১৭:৩৫

টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন করে একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামে। গত মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ব্যক্তি গাজীপুরের সফিপুরে একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করেন। সেখান থেকে শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে বাড়ি ফেরেন তিনি। এরপর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শরীরের নমুনা পরীক্ষা করা হলে করোনার অস্তিত্ব পাওয়া যায় নি।

পরে তিনি নিজেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়। সেখানেও করোনার অস্তিত্ব পাওয়া যায় নি। গত ২৫ এপ্রিল সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় বারের মতো তার নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে। যাতে করোনা পজেটিভ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মহীউদ্দিন আহমেদ জানান, নতুন আক্রান্ত ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। তার বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

তিনি জানান, এ নিয়ে উপজেলায় মোট ছয় জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :