টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২০, ২০:২১
অ- অ+

টেস্টে ভারতকে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হটিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে।

টেস্টে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।

এদিকে সংক্ষিপ্ত ভার্সনে দীর্ঘ ২৭ মাস পর র‌্যাংকিং এর শীর্ষ স্থান হারাল পাকিস্তান। টেস্টের মত টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। ২০১১ সালে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং শুরু হওয়ার পর প্রথমবারের মত শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।

শীর্ষ স্থান হারিয়ে চতুর্থ স্থানে নেমে গেল পাকিস্তান। ইংল্যান্ড উঠল দ্বিতীয় স্থানে। ভারত রয়েছে তৃতীয় স্থানে। মহামারীর কারণে বিলম্ব না হলে আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/১ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
কাকরাইল মোড়ে বাসের পর বাসে আসছেন জবি শিক্ষার্থীরা, চলছে অবস্থান
ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগরভবনের ভেতরে অবস্থান নিয়েছে হাজারো নগরবাসী
সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দিচ্ছে অবৈধ দোকানপাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা