গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ২৩:৫৫

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ২ জন, মুকসুদপুর উপজেলায় ১ জন ও ১ জন পুলিশ সদস্য ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এই ৬ জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুরে একজন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জনই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন।

করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, এক দিনে ৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় গোটা জেলায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :