স্টাইলাস পেনসহ এলো এলজির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৪:০৭
অ- অ+

মঙ্গলবার বাজারে এসেছে এলজি স্টাইলো সিক্স। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে থাকছে স্টাইলাস সাপোর্ট। গত সপ্তাহে এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল। নতুন ফোনে থাকছে বড় ডিসপ্লে ও বড় ব্যাটারি। সঙ্গে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্টাইলাস সাপোর্ট।

এলজি স্টাইলো সিক্সের দাম ২১৯.৯৯ মার্কিন ডলার। যদিও মার্কিন মুল্লুকে ১৭৯.৯৯ মার্কিন ডলারে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

এলজি স্টাইলো সিক্সে থাকছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও পি ৩৫ চিপসেট, ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে ফোরজি, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/২১মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা