সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিল ‘ময়ূরপঙ্খী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৯:৫৬
অ- অ+

‘ময়ূরপঙ্খী’ শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকায় ‘ময়ূরপঙ্খী’র কার্যালয়ের সামনে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এবং ভাইস চেয়ারম্যান সাথী খান।

রুহিত সুমন বলেন, ‘আমাদের সাধ্যের মধ্যে পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মাঝে উপহারসামগ্রী দিতে পেরে কিছুটা তৃপ্তি অনুভব করছি। আমাদের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি সকলের সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আঁধার, জয় হবে মানবতার।‘

কর্মসূচিতে সহযোগিতা করেন আবুল হাছান, হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, রবিউল ইসলাম, ইঞ্জি. মো. আলাউদ্দিন, জুনায়েদ খান, ফারহানা আফরোজ, তামান্না মোহনা, শাহরিয়ার কবির, ইফতি মারুফ, সাইদুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, আব্দুল আলিমসহ অনেকেই।

রুহিত সুমন জানান, সংস্থা ময়ূরপঙ্খী’র মাধ্যমে মহামারি করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধাবঞ্চিত শিশু, নারী, অসহায় ও রিকশাচালক ভাইদের খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২১মে/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা