সুস্থ হওয়ার পর ফের করোনা হলেও সংক্রমণ ছড়ায় না

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:৫১

একবার সুস্থ হয়ে ওঠার পর ফের যারা করোনা পজিটিভ হচ্ছেন। তাদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই। কারণ এই সব ব্যক্তিরা অন্যদের ভাইরাস ছড়াতে পারবেন না। শুধু তাই নয়. এদের শরীরে এমন অ্যান্টিবডি থাকার সম্ভাবনা প্রবল, যা তাদের আবার অসুস্থ হয়ে পড়া থেকে আটকাতে পারে। গবেষণার মাধ্যমে এমনটাই জানাচ্ছেন গবেষকরা।

কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তরফে এমন ২৮৫ জনকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল, যারা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন। পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছিলেন। কিন্তু ফের পরীক্ষা করা হলে দেখা যায়, তারা করোনা পজিটিভ প্রমাণিত হয়েছেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, এই ‘রি-পজিটিভ’ রোগীদের মধ্যে অন্যদের সংক্রমণ ছড়ানোর হার কম। আর তাদের থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তাতে ভাইরাস-কালচারে কোনও বৃদ্ধি নেই। যার অর্থ এই যে এই সব রোগীদের শরীর থেকে যে ভাইরাস কণাগুলো সংগৃহীত হয়েছে, তা আদপে ‘মৃত’ অথবা ‘অসংক্রামক’।

গবেষকদের দাবি, এই লক্ষণটি ইতিবাচক। কারণ ইতিমধে্যই বিশ্বজুড়ে বহু মানুষ এই মারণ ভাইরাসের কবলে রয়েছেন। সংক্রমণের হার এখনও বাড়ছে। এই পরিস্থিতিতে যদি জানা যায় যে যারা সুস্থ হয়ে উঠছেন, তাঁরা আর নতুন করে সংক্রমণ ছড়াতে পারবেন না, তাহলে তা স্বস্তির খবরই বটে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই দক্ষিণ কোরিয়ায় করোনা ‘রি-পজিটিভ’ রোগীদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি অনেকাংশে শিথিল করে দেওয়া হয়েছে।

যদিও এপ্রিলে করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড নিয়ে যে পিসিআর টেস্ট হয়েছিল, তাতে ‘মৃত’ এবং ‘দৃশ্যমান’ ভাইরাস কণার মধ্যে কোনও ফারাক করা যায়নি। আর সে কারণেই এটা ধরে নেওয়া হয়েছিল যে, করোনা থেকে সেরে ওঠার পরও যদি কেউ পজিটিভ হন, তাহলে তার থেকে ফের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। সেই ধারণাই এখন ভুল প্রমাণ হল বলে দাবি গবেষকদের।

(ঢাকাটাইমস/২২মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

পরিচিত যেসব খাবার ফুসফুসের সুস্থতার জন্য মহৌষধ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :