করোনা ও সমাজের বৈষম্য

আবু বকর সিদ্দিক
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ০৯:৫৯
অ- অ+

আপনার ব্যাংকে বেশ ভালো পরিমাণ টাকা আছে (ক্যামনে কামাইছেন জিগাইলাম না) সপ্তাহে সপ্তাহে বাজার সদায় করতেছেন, ছাদে হাটাহাটি করেন, ২৫০০ স্কয়ার ফিট ফ্লাটে ৪ জন থাকেন, বিকেলে বারান্দায় ফুলের টবের সাথে ছবি তোলেন।

আজাইরা জিলাপি ভাজেন, চ্যালেঞ্জ নেন এবং দেন, ট্রেন্ডের সাথে তাল মিলাইয়া ছবি টবি দেন, চুল দাড়ি বড় হইতেছে দেখে মন খারাপ করেন, নেটফ্লিক্সে ছবি দেখেন।

এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু আপনি যখন মানুষ ঘর থেকে ক্যান বাইর হইছে এই জন্য গুস্টি উদ্ধার করেন তখন ব্যপারটা ক্যমন জানি লাগে। আপনার মতো এরকম প্রিভিলেজড তো দেশের ৭০ শতাংশ মানুষ না।

এরা দিন আনে দিন খায়।আপনি যদি দুই দিন না খেয়ে থাকেন। দেখবেন এসি ঘরেও আপনার ঘুম আসবে না ক্ষুধার জ্বালায়। এরা দলে দলে বের হবে ক্ষুধার জ্বালায়। আপনি যদি মনে করেন আপনি বাসায় আছেন সেইফ আসেন এটাও ভুল ধারণা।

এখন আপনিও সেইফ না। সমাজের এই যে বৈষম্য এতদিন ধরে তৈরি হইছে যেটা আপনারা দেখেও না দেখার ভান করছিলেন। সেটা এখন ব্যাক ফায়ার করবে। কোন চিপায় লুকাবেন? উপায় নাই৷,

কিভাবে ইনফেক্টেড হবেন বুঝতেও পারবেন না। মরণ খুব কাছ থেকে নিশ্বাস ফেলছে।

লেখক: শিক্ষার্থী

ঢাকাটাইমস/২৩মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা