ঈদে একটা সুতাও কিনিনি: শুভ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১১:৪৬
অ- অ+

রাত পোহালেই ঈদুল ফিতর। করোনার ঝুঁকি উপেক্ষা করে অনেকেই পরিবারের জন্য নতুন পোশাক কিনতে ঘরের বাইরে যাচ্ছেন। কিন্তু এবারের ঈদ উপলক্ষে নিজের ও পরিবারের জন্য কোনো কেনাকাটাই করেননি ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে করোনাকালের ভয়ঙ্কর পরিস্থিতি এবং ঈদ উদযাপন সম্পর্কে বলতে গিয়ে এসব কথা জানান অভিনেতা।

শুভ বলেন, ‘আমার একটাই কথা, ১০০ বছর আগের ভয়াবহ স্প্যানিশ ফ্লু শেষে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। আর এখন তো মানবসভ্যতার আরও উন্নতি হয়েছে। তাই বর্তমানের এই অবস্থাও কেটে যাবে। কিন্তু আমরা যদি বুঝতে না চাই, তাহলেই বিপদ। তাই এবারের ঈদ সবাই ঘরেই করুন। আমি তো ঈদ উপলক্ষে আমার ও পরিবারের জন্য একটা সুতাও কিনিনি।’

অভিনেতা আরও বলেন, ‘ঈদে যদি আড্ডা দিতে মন চায়, তাহলে সবাই ভিডিও কলে কথা বলুন, আড্ডা দেন, ছবি তুলে পাঠান। দয়া করে কেউ ঘরের বাইরে যাবেন না। কারণ আপনার তুচ্ছ বোকামির জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমিও ঈদের দিন বাসায় বসে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভিডিওকলে কথা বলব। ঈদের আনন্দের জন্য বাইরে না যাওয়াই ভালো। বেঁচে থাকলে জীবনে অসংখ্য আনন্দের ঈদ আসবে।’

করোনার কারণে এবার ঈদে শুভর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে গেল শুক্রবার নিজের কণ্ঠে গাওয়া গানের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ‘মনটা বোঝে না’ শিরোনামের ওই গানটি শুভ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন কে জিয়া, সুর ও সংগীত করেছেন ফুয়াদ। ৬ বছর পর গান গাইলেন শুভ। এর আগে ২০১৪ সালে নিজের অভিনীত ‘অগ্নি’ সিনেমার ‘ডুবে যায়’ গানটিতে কণ্ঠ দিযেছিলেন তিনি।

নতুন গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন শুভ। নায়কের কথায়, ‘সবাই পছন্দ করেছেন গানটি। এতটা আশা করিনি। এটি আমার প্রথম গাওয়া একক কোনো গানের ভিডিও। গানটির ভিডিও বাসাতেই করেছি। শুটিংয়ে তেমন কোনো উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ ছিল না। দেশের বাইরে গিয়ে সুন্দর লোকেশনে শুটিং করতে চেয়েছিলাম। পরিকল্পনা অনুযায়ী কাজটি করতে পারলে গানটি হয়তো আরও উচ্চতায় চলে যেত।’

ঢাকাটাইমস/২৪মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা