গোপালগঞ্জে আরো ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৪:০৫

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলায় ১১জন এবং মুকসুদপুর উপজেলায় দুজন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩ জনে।

আক্রান্তদের মধ্যে ৫৬ জন সুস্থ হলেও বাকি ৮৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন। অন্য একজন ঢাকায় চিকিৎসাধীন এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেনে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।তিনি বলেন, এ পর্যন্ত জেলায় দুই হাজার ৫৫৩ জনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ৪০০ জনের ফলাফল পাওয়া গেছে।

১৫৩ জনের ফলাফল আসতে বাকি রয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :