কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ১২:৫৮
অ- অ+

কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক নার্সের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর গোরস্থানপাড়ায় মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।

স্থানীয়রা জানায়,গত ১৮ দিন আগে ঢাকা থেকে মেয়ের বাড়ি বেড়াতে আসেন তিনি। ঢাকার একটি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন তিনি। তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর এবং ডায়রিয়ায় ভুগছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, ওই নার্সকে স্থানীয় চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। আজ তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ আর ১২ জন নারী।

ঢাকাটাইমস/২৯মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা