বগুড়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় অর্থদণ্ড

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৮:৪৬
অ- অ+

বগুড়ায় মাস্ক ব্যবহার না করে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করে শহরে ঘোরাফেরা করায় ১৪ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শহরের সাতমাথা, স্টেশন রেডসহ বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দণ্ডপ্রাপ্তদের ১০০ হতে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনগণকে সচেতন করা হয়। এ সময় যাদের মাস্ক ছিল না, তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে উৎসাহিত করা হয়। এছাড়াও শহরের স্টেশন রোডে ফলপট্টি থেকে সাতমাথা ও সাতমাথার আশেপাশে স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও ফুটপাতে দোকানপাট বসায় তা অপসারণ করা হয় এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ১টি মামলায় ২০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা পুলিশ, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা