তিন অতিরিক্ত সচিব পদে বদলি

প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), সাভার, ঢাকার এমডিএস (অতিরিক্ত সচিব) মো. নাসিরউদ্দিন আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহীমকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ নুরুল আবসারকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে গঠিত কমিটিকে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্তিতে থাকা মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)

মন্তব্য করুন