ডা. রকিব হত্যা: জড়িতদের শাস্তি চাইলেন বিএসএমএমই উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০২০, ২০:৩২ | প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৯:৪৪

খুলনা ক্লিনিকের চিকিৎসার পর রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক মো. আব্দুর রকিব খানকে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুতবিচার ট্রাইবুনালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

চিকিৎসক রকিবের মৃত্যুতে আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের সামনে গোল চত্ত্বরে সামাজিক দূরত্ব রেখে ২ মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কর্মসূচি ছিল এটি।

এ সময় মরহুম ডা. মো. আব্দুর রকিব খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএসএমএমইউর শিক্ষক, চিকিৎসকবৃন্দসহ বিএমএ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বিএসএমএমইউর উপাচার্য ও বিএমএর সহ-সভাপতি কনক কান্তি বড়ুয়া এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে জড়িত সবার গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খানের হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইবুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও বিএমএর কোষাধ্যক্ষ মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক হারিসুল হক, ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কে এম তারিকুল ইসলাম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় কুমার পাল, বিএমএর দপ্তর সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বিএমএর কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক এ এইচ এম জহিরুল হক সাচ্চু, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. পবিত্র কুমার দেবনাথ।

গত ১৫ জুন রাতে খুলনায় রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খানের উপর হামলা করে হত্যা করে রোগীর স্বজনরা।

ঢাকাটাইমস/২১ জুন/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

পরিচিত যেসব খাবার ফুসফুসের সুস্থতার জন্য মহৌষধ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :