মাধবপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ জুন ২০২০, ২১:৪৫

হবিগঞ্জের মাধবপুর পৌর বাজার থেকে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
সোমবার উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ওইসব কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
অবৈধ কারেন্ট জালের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

মন্তব্য করুন