করোনা ও উপসর্গে ৪৮ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২১:৫৯

করোনা আক্রান্ত ও লক্ষণ উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪৮ ঘণ্টায় ১১ জন মারা গেছে। করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জনের বয়স ষাট উর্ধ্ব। বর্তমানে কুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১২০ জন রোগী ভর্তি রয়েছে।

বুধবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বাকি চারজন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আয়েশা খানম (৭৩) নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা। আগের দিন মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১১ জন মারা গেছেন।

উপসর্গ নিয়ে মারা গেলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল জলিল (৫০), আদর্শ সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকার মধুসূদন শীল (৯৫), হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকার দুলাল মিয়া (৬৫) ও দাউদকান্দি উপজেলার বেলানগর এলাকার রুসিয়া (৬৫)। তাদের মধ্যে তিনজন হাসপাতালের আইসিইউ এবং দুইজন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান জানান, করোনা রোগীদের সাধ্যমত সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি। যাদের অবস্থা গুরুতর তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :