ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২৫ হাজার, মৃত্যু ৬১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৬:০৪

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সব রেকর্ড ভেঙে গিয়েছে রবিবার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ১৫ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮৫০। কোভিড সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৬১৩ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৮৫৬ জন।

রবিবারই ভারতে দৈনিক করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। এর আগে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছিল গত বুধবার। ৫০৭ জন মারা গিয়েছিলেন একদিনে। সেই সংখ্যা টপকে গেল রবিবার।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ৫ জুলাই রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬,৭৩,১৬৫। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে মোট ১৯,২৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ৪,০৯,০৮৩ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২,৪৪,৮১৪।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত এবং সংক্রমণের সংখ্যা সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ পেরিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। দেশটির রাজধানী শহরে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ লোক।

ঢাকা টাইমস/০৫জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :