মির্জাপুরে ডাকাতদলের এক সদস্য গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২১:৫৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি ও মোবাইল ফোনসহ সুরুজ্জামান নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে গোড়াই হাইওয়ে থানার টহল পুলিশ।

গ্রেপ্তার সুরুজ্জামান উপজেলা সদরের পুষ্টকামুরী পুর্বপাড়ার (সড়ক ও জনপথ অফিস সংলগ্ন) মনসুর ব্যাপারির ছেলে।

পুলিশ জানায়, ভোরে সুরুজ্জামানসহ ৫/৭ জন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া ট্রেড ইন্টারন্যাটনাল পেট্রোল পাম্পের প্রায় ২০০ গজ পশ্চিমে ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর সময় সুরুজ্জামানকে চাপাতি ও মোবাইল ফোনসহ আটক করা হয়। এসময় ডাকতদলের অন্য সদস্য গ্রেপ্তার সুরুজ্জামানের ভাই নুরুজ্জামান, লক্ষণ, জুয়েল, সাগরসহ অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে গেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার সুরুজ্জামানকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা