ঢাকা-বরিশাল রুটে রবিবার থেকে বিমান চলাচল শুরু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২৩:৫৮
অ- অ+

ঢাকা-বরিশাল আকাশ পথে রবিবার থেকে শুরু হচ্ছে বিমান চলাচল। গত সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর এই বিমান সার্ভিস শুরু করা হবে। বিমান সার্ভিস শুরু হলেও তা হবে সীমিত পরিসরে। এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত পরিসরে বিমান সার্ভিস চালু করা হচ্ছে। মহামারি করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

বিমান বাংলাদেশের সাথে রবিবার থেকেই ফ্লাইট চালু করবে বেসরকারি সংস্থা নভোএয়ার। নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে বিকাল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরন করবে। আবার বিকাল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে বলে বরিশাল অফিস নিশ্চিত করেছেন।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবেন তারা। প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা