সাহেদের বিরুদ্ধে দুটি মামলা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৫:১৪
অ- অ+

করোনারভাইরাসের ভুয়া রিপোর্ট কাণ্ডে বেশ কদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দুটি মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব। এর একটি অস্ত্র আইনে অন্যটি জাল টাকার মামলা। এর আগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে সাহেদ করিমকে একটি বিদেশি পিস্তলসহ আটকের কথা জানায় র‍্যাব। অস্ত্রটির কাগজ দেখা না পারায় তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হবে। এছাড়া রাজধানীর উত্তরায় সাহেদের অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করবে র‍্যাব।

এর আগে করোনার পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গত ৭ জুলাই র‍্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে একটি মামলা করে।

এদিকে আটকের পর সকাল নয়টায় ঢাকায় আনা হয় সাহেদকে। এরপর র‍্যাব সদরদপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে বেলা বারোটার দিকে উত্তরায় সাহেদের দুই নম্বর অফিসে নেওয়া হয়। সেখানে তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

ঢাকাটাইমস/১৫জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা