দিনাজপুরে করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৪:২৫ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ১৪:০৪

দিনাজপুরে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পুলিশ, ব্যাংকার এবং স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৪৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩৭ জনে। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৫২ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, দিনাজপুর জেলা শহরের রামনগর এলাকার দলিলুর রহমান (৭০) এবং ফুলবাড়ী উপজেলার বদর উদ্দীন (৬৪)।

অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষা করা হলে ৪৫টি রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে রয়েছেন দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তা সচিন চাকমা (৪১), পুলিশ লাইনসের পুলিশ সদস্য মাসুদ রানা (২২), বিরামপুর সোনালী ব্যাংকের তিনজন স্টাফ হরি চন্দ্র দাস (৪২), ময়নুল ইসলাম (৩০) ও ফারুক হোসেন (৩৪) এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুমানা আক্তার লায়লা পারভীন (৪২) উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/২৭জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :