‘রাঁধুনী না থাকলে না খেয়ে থাকতে হতো’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০৮:৫৯| আপডেট : ৩১ জুলাই ২০২০, ১০:২৫
অ- অ+

করোনাকালে রূপালী জগতের তারকারাও অন্যসব মানুষের মতো ঘরে বসেই সময়টা কাটাচ্ছেন। বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও করোনাকালীন পুরো ঘরে স্বামীর সঙ্গে কাটিয়েছেন। তিনি বলেন, করোনার শুরুর দিকে বেশ কয়েক বার রান্নাঘরে গিয়েছি, এটা-ওটা রান্না করেছি। তারপর আর যাইনি। বাড়িতে রাঁধুনী ছিল, না হলে আমাদের না খেয়ে থাকতে হত।

‘করোনার সময় সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখলাম অনেক কিছু করছে। কবিতা লেখা, গান করা... আমি এই সবের কিছুই করিনি! বাড়িতে কাজ করার জন্য লোক রয়েছে। আর থাকার লোক বলতে দুইজন— আমি আর সিদ্ধার্থ। দুইজনে একসঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি, সেটা একটা বড় প্রাপ্তি।’ বলছিলেন বিদ্যা।

করোনাকালে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনকয়েক আগে একটা প্রিন্ট মিডিয়ামের জন্য কমার্শিয়াল শুট করলাম, সব বিধিনিষেধ মেনেই। মনে মনে ভয় পাইনি। নিউ নর্ম্যাল পর্বে ওটাই ছিল আমার প্রথম কাজ। এর মধ্যে দুই তিন দিন আমি প্রোমোশনের জন্য সিদ্ধার্থের অফিসেও গিয়েছি। ভয় পেয়ে আর কতদিন বাড়িতে বসে থাকবো’

(ঢাকাটাইমস/৩১জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা