কলাপাড়ায় কৃষকলীগ প্রতিষ্ঠাতার নাতির নামে কোরবানি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ২১:২৪
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শোকের মাসে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহর শিশু ছেলে বাবু শুকান্ত আব্দুল্লাহ'র নামে পশু কোরবানি দিয়েছে স্থানীয় কৃষকলীগ। এছাড়াও মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

সোমবার সকাল ১১টায় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতির নিজ বাসভবনের সামনে একটি ছাগল কোরবানির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুর্তল্লাহ (সৌরভ), সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম (দোলন ঢালী)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সবার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি এসএম মুর্তল্লাহ (সৌরভ) বলেন, জাতীয় শোকের মাস উপলক্ষে ১৫ আগস্টে বিপথগামী একদল সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি'র নাতি শুকান্ত আব্দুল্লাহসহ নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় আমার এ আয়োজন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা