কুষ্টিয়ায় পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে সেলিনা খাতুন (৩০) ও সিয়াম (১১) নামে মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই দিন অন্য একটি ঘটনায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিকালে সাড়ে তিনটার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় নৌকাডুবির ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়।
নিহত সেলিনা খাতুন ওই এলাকার রসুল মন্ডলের স্ত্রী। সিয়াম তাদের বড় ছেলে। এ ঘটনায় নৌকায় থাকা রসুল মন্ডল (৬২) ও তার ছোট ছেলে সাগর (৯) বেঁচে যান।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে চারজন পদ্মার চরের তালতলা ঘাট থেকে সোনাতলা সাহেবনগর এলাকা যাচ্ছিলেন। সাহেবনগরে আসার পর তীব্র স্রোতে ডিঙি নৌকাটি ডুবে যায়। এ সময় রসুল মন্ডল তার ছোট ছেলে সাগরকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যান সেলিনা খাতুন ও তার বড় ছেলে সিয়াম। পরে স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে দুপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এমআর
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

জামালপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

চাঁদপুরে প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪

ব্যর্থতা ঢাকতে মিথ্যাচার করছেন বিএনপি: আ.লীগ প্রার্থীর দাবি

অভিযোগের প্রতিবাদ জানালেন কেডিএস-এর সাবেক পরিচালক মুনির

বাবার চিকিৎসা করাতে চাওয়ায় মাকে পিটিয়ে হত্যা!

রোহিঙ্গারা এখন দলে দলে ভাসানচরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
