আমি করোনায় আক্রান্ত না: লারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৯:১০
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা, করোনাভাইরাসে আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন খবর। এ খবর দেখে মুখ খুললেন ক্রিকেটের বরপুত্র লারা।

তিনি জানিয়েছেন, করোনা পরীক্ষা করানো হয়েছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবকে ‘ভিত্তিহীন’ ও ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেছেন। যারা এ ধরনের আতঙ্ক ছড়িয়েছেন কাজটি ঠিক করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের টুইটার ও ইনস্টাগ্রামে লারা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা নিয়ে আমার ব্যাপারে খবর ছড়িয়েছে, তা আমার চোখে পড়েছে। গুজব ছড়ানো হয়েছে, আমি করোনাভাইরাসে আক্রান্ত। এ মুহূর্তেক সঠিক তথ্যটি সবাইকে জানানো প্রয়োজন। আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং আমার ফল নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি শুধুমাত্র মিথ্যাই নয়, এটা করোনাভাইরাসে জর্জরিত আমাদের সমাজের জন্য ক্ষতিকরও। সবাই এমনিতেই করোনার কারণে পীড়াদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এ ধরনের গুজব তাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এ গুজব আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের মিথ্যা খবর আমার বন্ধু-পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।’

(ঢাকাটাইমস/৬ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা