করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল গণির (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন তার ফেসবুক স্ট্যাটাসেও করোনায় মুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত কিছুদিন যাবৎ জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ওই দিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ইতোমধ্যে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল গণি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। পরপর টানা দু’বার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে, আব্দুল গণির মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ আ.ফ.ম রুহুল হক, জেলা প্রশাসক এসএম মোস্তা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলা-উপজেলা পর্যায়ের প্রশাসনিক এবং রাজনৈতিক নেতারা।
(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

করোনার টিকা সহজলভ্য করতে হবে: শাহাদাত হোসেন

শীতার্তদের পাশে বুড়িচং 'ইউনিটি মানব কল্যাণ ফাউন্ডেশন'

সুনামগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নৌকার বিজয়ে মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা রাখতে হবে’

এই নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্প: রিজভী

‘মরণের আগে শেষ ভোট দিয়ে গেলাম’

বিনায় কাজের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ

পৌর নির্বাচন: পিতার প্রচারণায় সাত বছরের ছেলে
