বেলজিয়াম আ.লীগের জাতীয় শোক দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ২১:৩১

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে, বেলজিয়াম আওয়ামী লীগ ব্রাসেলসে স্পাইস গ্রিল রেস্টুরেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করে।

শোক সভায় জাতির জনক বঙ্গবন্ধু এবং নিহত পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং বাঙালি একে অপরের সাথে জড়িত। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হত না, তাই বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন বেঁচে থাকবেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার কারণ নিয়ে একটা জাতীয় কমিশন করে রিসার্স ও তদন্ত করা অত্যন্ত জরুরি। এই রকম কোন কমিশন আওয়ামী লীগ সরকারের সময়ও হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। খুনি মোস্তাক ও জিয়াউর রহমান ইনডেমনিটি বিল করে খুনিদের রক্ষা করেছিল এবং জিয়াউর রহমান খুনিদের বিদেশের মিশনে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, খালেদা জিয়াসহ পরবর্তী সরকার যুদ্ধাপরাধীদের মন্ত্রী পর্যন্ত বানিয়েছিল। দেশে আজ বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক তার মূল উৎপাটন করা হচ্ছে। এসব সম্ভব হয়েছে শান্তির নেত্রী শেখ হাসিনা আজ ক্ষমতায় আছে বলেই।

বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে কাজ করার আহ্বান জানান।

সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠিত এই শোক সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি বিধান দেব, সহসভাপতি জহির খান, সাংগঠনিক সম্পাদক বাদশা, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বিজ্ঞান ও প্রযু্ক্তি সম্পাদক ইমরান আলী, এন্তরপ আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সেলিম, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

রোমের মন্তে রতন্দো‘তে বিমাসের মতবিনিময় সভা   

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :