অগ্নিসংযোগ মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

বগুড়ার নির্বাচন অফিসে অগ্নিসংযোগ মামলায় বিএনপির ৩৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছমা আহম্মেদ তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাছেদ জানান, ওই মামলায় পুলিশ ৩৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। রবিবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় শুনানী শেষে বিচারক জামিন তাদের না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চৌকির ঘাটে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়। মামলার আসামিরা এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :