ধামইরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর ধামইরহাটে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও পাগল দেওয়ান সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮৫ লাখ টাকা ব্যয়ে মোট ১ কোটি ৭০ লাখ টাকায় চার তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন দুটি নির্মাণ হবে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, সহকারী কমিশনার ভূমি ছিব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, অধ্যক্ষ আইয়ুব হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)

মন্তব্য করুন