করোনায় ফরিদপুরের মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১
অ- অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জ্বর-সর্দিসহ করোনাভাইরাসে সংক্রমণের বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৭ আগস্ট মাহাবুবুর রহমান ঢাকায় যান। সেখানে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ ফল আসে। পরে তিনি হাসপাতালে ভর্তি হন।

বুধবার বাদ জোহর ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে এফবিসিসিআইএর সাবেক সভাপতি এ. কে. আজাদসহ বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা