আ খ ম হাসান ও ফারজানা রিক্তার ‘লাল কার্ড’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪
অ- অ+

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান ও ফারজানা রিক্তা। বর্তমানে দুজনই একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তারই ধারাবাহিকতায় জুটি হয়ে একটি একক নাটকে কাজ করেছেন। নাম ‘লাল কার্ড’।

সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এন ডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। হাসান রিক্তা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, বাসর ঘরে নববধূ নিলা তার স্বামী সবুজকে লাল কার্ড দেখায়, সবুজ বিস্মিত হয়। এমনকি নববধূ নিলা সবুজকে বঁটি নিয়ে ধাওয়া করে বাসর ঘর থেকে বের করে দেয়। সারা রাত বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে সবুজ। তার মাকে ডাক দেওয়ারও অবকাশ নেই। কারণ এটি তার মায়ের অমতের বিয়ে। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

ফারজানা রিক্তা বলেন, নাটকের গল্পটি চমৎকার। হাস্যরসে ভরপুর। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। দর্শক নাটকটি দেখে মজা পাবে। জানা গেছে, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা