যুক্তরাষ্ট্রে শেষকৃত্যানুষ্ঠানে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ০৯:২৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শেষকৃত্যানুষ্ঠানে বন্দুকধারীর হামলায় সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দেশটির মিলওয়াকি শহরে স্থানীয় সময় আনুমানিক বেলা ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। বেলা ১টার দিকে হঠাৎ সেখানে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঢুকে গুলি চালাতে থাকেন অজ্ঞাত এক হামলাকারী। এতে সাতজন গুলিবিদ্ধ হয়। এছাড়া ছোটাছুটি করতে গিয়েও বেশ কয়েকজন আহত হন।

মিলওয়াকির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মিশেল বরনসন জানান, অস্ত্রধারী হামলা চালিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে। আহত ৭ জন ২৪ থেকে ৪৮ বছর বয়সী। তাদের প্রত্যেকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামলায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকাটাইমস/১অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা