শঙ্কামুক্ত আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ২১:৪৯

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম করার পর হৃদপিণ্ডে দুটি রিং পরানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকালে তার এ অপারেশন হয়। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত।

তার ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার জানান, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্ট অ্যাটাক হয়েছে। এনজিওগ্রাম শেষে তার হৃদপিণ্ডে দুটি রিং পরানো হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতা কামনায় পরিবার এবং দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :