পূজায় বাড়ি যাচ্ছেন না পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৪:২৩| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৪:২৬
অ- অ+

শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদেরও থাকে নানা আয়োজন-পরিকল্পনা। তবে করোনার কারণে এবার বাংলাদেশে পূজা উদযাপনে সরকারিভাবে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। কারণ দেশে করোনা সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে।

শুধুমাত্র এই কারণেই এ বছরের দুর্গাপূজা উৎসবে বাংলাদেশের হিন্দু অভিনয়শিল্পীদের অধিকাংশই থাকবেন ঘরবন্দি। বাসায় পরিবার নিয়েই কাটাবেন পূজা উৎসব। তবে অল্প বিস্তর পরিকল্পনা রয়েছে হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরির। তিনি জানালেন, ঢাকার ভেতরে কয়েকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তার। তবে সবকিছুই নায়িকা করতে চান স্বাস্থ্যবিধি মেনে।

পূজার কথায়, ‘ঢাকেশ্বরী, রমনা, কালীমন্দির ও বনানী পুজামণ্ডপ দেখতে যাওয়ার ইচ্ছা আছে। সত্যি বলতে, এবারের পূজাটা অন্যবারের চেয়ে একেবারেই আলাদা। কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, করোনা হলো কিনা। কিন্তু তেমন কিছু হয়নি। তাই পূজায় যেখানেই যাবো স্বাস্থ্যবিধি মেনে চলবো।’

পূজা এও জানান, করোনা সংক্রমণের কারণে এবারের পূজায় তিনি গ্রামের বাড়িতে যাবেন না। নায়িকাদের গ্রামের বাড়ি খুলনার গাজিরহাট এলাকায়। সেখানে প্রতি বছর মহা আড়ম্বরে দুর্গাপূজা উদযাপন করা হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পূজা বলেন, ‘করোনার কারণে এবার গ্রামে পূজার আয়োজন হচ্ছে না। তাই বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা