সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৫:৫৯| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:২৭
অ- অ+

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সাংবাদিক নেতারা আল্টিমেটাম দিয়েছেন। গাজীকে গ্রেপ্তার করায় তারা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এই আল্টিমেটাম দেন।

সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ বলেন, ‘রুহুল আমিন গাজীকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি, হাইকোর্ট থেকে তিনি জামিনে আছেন এবং নিম্ন আদালত সেটা কনফার্ম করেছেন। কিন্তু সেই মামলায় হাজিরার দোহাই দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আশ্চর্য হয়ে যাই একজন সাংবাদিক নেতাকে বিনা নোটিশে, তাকে না জানিয়ে কী করে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

জাতীয় প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠন‌কে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা এই প্রতিবাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দেই এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাকেও জানিয়ে দেই—সাংবাদিকদের ওপর নিপীড়ন নির্যাতন মেনে নেওয়া হবে না।’

সমাবেশে ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, ‘আজকের মধ্যে যদি সাংবা‌দিক নেতা রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া না হয় তাহলে লাগাতার কর্মসূচি করা হবে এবং রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তির দাবিতে ডিইউজের উদ্যোগে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসীন প্রমুখ।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা