দেশে ফেরার পথে ফ্লাইটে কুয়েত প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ২০:১৮| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২৩
অ- অ+
ফাইল ছবি

কুয়েত থেকে দেশে ফেরার পথে চলন্ত উড়জাহাজে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক প্রবাসী। তার নাম বুরহান মিয়া। জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত থেকে দেশে ফিরছিলেন তিনি।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) কর্মকর্তা এ কে ফয়সাল ঢাকাটাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বুরহান মিয়া ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক। পাসপোর্ট নম্বর এজি ৮৬৬৬৭১০।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম ঢাকাটাইমসকে বলেন, কুয়েতের জাজিরা এয়ারওয়েজে করে আজ দেশে ফিরছিলেন বোরহান মিয়া। তবে আকাশপথে উড়োজাহাজের কেবিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি আজ দুপুর আড়াইটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বোরহান মিয়ার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বুরহান মিয়ার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা লাশ গ্রহণের জন্য বিমানবন্দরে আসছেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা