কক্সবাজারে ৪৫ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ০০:৩৫
অ- অ+

কক্সবাজারে ৪৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকালে নবী হোসেন নামে এই কারবারিকে জেলার টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পাচারকারীরা পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের নবী হোসেনকে আটক করে। পরে আসামির হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রয়ের ১৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকাও উদ্ধার করে র‌্যাব।

তিনি জানান, র‍্যাবের জিজ্ঞাসাবাদে পাচারকারী স্বীকার করে- সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা