স্টোকসের স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে স্যামুয়েলস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৭:১০| আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৭:২১
অ- অ+

চিরকালীন ‘শত্রু’ ক্যারিবিয়ান ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে নিয়ে বেন স্টোকসের একটা মন্তব্য। কিন্তু সেটা যে দুনিয়াজুড়ে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, কে জানত! মারলন স্যামুয়েলস তো সোজা স্টোকসের পরিবারকে টেনে এনে কুরুচিকর মন্তব্য করে বসলেন! যে বিতর্কে পরে ঢুকে পড়লেন শেন ওয়ার্ন। এবং স্যামুয়েলসের সঙ্গে তাঁরও লেগে গেল।

পুরো ঘটনাটা কী? রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে স্টোকস। যেখানে সাত দিনের কোয়ারেন্টাইনন শেষে তাঁকে মাঠে নামতে হয়েছে। সেই কোয়ারেন্টাইন অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে স্টোকস বলেন, ‘‌খুবই খারাপ অভিজ্ঞতা ওভাবে বন্দি হয়ে থাকা। আমার চরম শত্রুকেও যেন কোয়ারেন্টিনে না থাকতে হয়। আমার ভাই মেসেজ করে জানতে চেয়েছিল, আমি কি একই জিনিসটা মারলন স্যামুয়েলসের ক্ষেত্রেও চাই না? ওকে বলি, না। একেবারেই চাই না।’‌

পুরোটাই ঠাট্টা করে বলা। তা সে যতই কয়েক বছর ধরে স্টোকস–স্যামুয়েলস সম্পর্ক খারাপ থাক। কিন্তু এহেন ঠাট্টার উত্তরে যে স্যামুয়েলস সোজা বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বসবেন, বোঝা যায়নি। এরপরই স্টোকসকে উদ্দেশ্য করে স্যামুয়েলস ইনস্টাগ্রামে লেখেন, ‘কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটার আমার সঙ্গে কখনো পারেনি। আমাকে ১৪ দিন দেওয়ার কথা বলছ বন্ধু?' এর সঙ্গে স্টোকসের স্ত্রীকে নিয়ে আরো কিছু বাজে কথা লেখেন স্যামুয়েলস। যা নিয়ে চলছে বিতর্ক।‌

ন্যাক্কারজনক মন্তব্য বললেও যেটাকে কম বলা হয়। এরপরই স্যামুয়েলসের উপর ফেটে পড়ে ক্রিকেট দুনিয়া। মাইকেল ভন টুইট করে লেখেন, ‘মারলন তুমি যা করলে, মেনে নেওয়া যায় না। আমরা সবাই বর্ণবিদ্বেষকে শেষ করতে চাইছি। আর তুমি এভাবে বলে দিলে?’

কিন্তু ভনের কথায় কিছু হয়নি। লেগেছে ওয়ার্নের সঙ্গে। ওয়ার্ন টুইট করে লেখেন, ‘এখনই দেখলাম স্টোকসকে কী বলেছে স্যামুয়েলস। ওর ডাক্তার দেখানো দরকার। এই কারণে স্যামুয়েলসের সাবেক সতীর্থরাও কেউ ওকে দেখতে পারে না। তুমি সাধারণ ক্রিকেটার হতেই পারো। কিন্তু তাই বলে কি তোমাকে নিম্নমনের মানুষও হতে হবে?’‌

এরপর ওয়ার্নকেও ছাড়েননি স্যামুয়েলস। তিনি আবার পাল্টা লেখেন, ‘আমাকে কে জ্ঞান দিচ্ছে? যে কিনা নিজেকে তরুণ দেখানোর জন্য মুখে সার্জারি করিয়েছিল!’

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা