মাদক: বেরোবির দুই কর্মচারী বরখাস্ত

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ২০:২৩
অ- অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব এ্যাটেনডেন্ট (মেডিকেল এসিসটেন্ট পদের বিপরীতে) আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেল-এ কর্মরত এমএলএসএস পারভেজ অবৈধ মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে।

জানা যায়, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখাকালে বুধবার রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব-১৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সহ তার সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ এক হাজার পাঁচশত টাকা উদ্ধার করেন র‌্যাব। গ্রেপ্তারের পর মামলা করেন আটককারী র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা