শ্রমিক লীগ নেতার হাত কাটার অভিযোগে আটক ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২০, ১৭:২২

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদার (৩৫) হাত কেটে ফেলেছেন সন্ত্রাসীরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে হাত কাটার এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ।

আটকরা হলেন- বসির চৌকিদার এবং সোহেল হাওলাদার। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বুধবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত জুয়েলের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় তারা।

এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন- সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, গাজী মশিউর রহমান মামুন গাজী, নীলগঞ্জ ইউনিয়ন সভাপতি শাহরুল ইসলাম লিটন, টিয়াখালী ইউনিয়ন সভাপতি রিয়াজ আকন, সহসভাপতি আবুল কালাম মৃধা, মিঠাগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, লালুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজী প্রমুখ।

বক্তারা শ্রমিক লীগ নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে । পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি ছুড়ি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :