ফরিদপুরে বেড়ি বাঁধের সড়কে ৩০০ মিটার ধস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৬:৪৪ | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২০, ১৬:২৫

ফরিদপুরের বর্ধিত পৌর এলাকা গুহলক্ষীপুর ১৭ নম্বর ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাঁধের ৩০০ মিটার অংশ ধসে গেছে। গত তিন দিন যাবত শহরের অম্বিকাপুর কবি জসিমউদদীনের বাড়ি থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের ৩০০ মিটার অংশ দেবে যায়।

শনিবার সকালে দেবে যাওয়া অংশ ধসে গেছে। ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও ধসে যাওয়া এলাকার বসবাসকারীরাও হুমকির মুখে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নদটি খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধের এই সড়কটি। সম্প্রতি নদের পানি কমতে শুরু হলে সড়কের বিভিন্ন স্থানে দেবে যায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে ক্ষতির মুখে পড়বে বসতবাড়ি।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ধসে যাওয়া অংশটি আমরা পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, সড়কটি কার্পেটিংয়ের কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :